Breaking News
Home / International / ফেসবুকে প্রেম, অত:পর ফ্রান্স থেকে চলে এলেন তরুনী!

ফেসবুকে প্রেম, অত:পর ফ্রান্স থেকে চলে এলেন তরুনী!

বেড়াতে এসে প্রথম আলাপ। তারপর সোশ্যাল মিডিয়ার হাত ধরে ঘনিষ্ঠতা, প্রেম। অবশেষে ভারতীয় যুবকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন ফ্রান্সের তরুণী। সদ্য হিন্দু মতে বিয়ে সেরেছেন যুগল।

মহারাষ্ট্রের অমরাবতীর শিবনগরের যুবক গৌরব পারিসের সঙ্গে ফ্রান্সের এভিয়ঁ ল্যে বাঁ শহরের বাসিন্দা ওফেলি রোবেরোর আলাপ দিল্লির ইন্ডিয়া গেটে। ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে ভারত ভ্রমণে আসা ফ্রেঞ্চ যুবতীর সঙ্গে ছবিও তোলেন গৌরব। ওফেলি দেশে ফিরে যাওয়ার পর ফেসবুকে তাঁকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে তাতে সাড়া দেন ফরাসী কন্যা। ক্রমে সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ হন যুগল। ইন্টারনেট আর ফোনে দীর্ঘ আলাপচারিতা চলতে থাকে। অবশেষে পরস্পরকে বিয়ে করার সিদ্ধান্ত নেন দু’জন।

পুনের এক অ্যানিমেশন ফার্মে কর্মরত গৌরব পারিসেরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে অমরাবতীতে পৌঁছন ওফেলি। বিয়েতে সানন্দে মত দেন দুই পরিবার। জানা গিয়েছে, বহুজাতিক সংস্থার কর্মীর কন্যা নিজেও একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন।

দুই মাস আগে বিয়ে সারতে পুনেতে এসে পৌঁছন ওফেলি। সেখানে গৌরবের সঙ্গে তাঁর এনগেজমেন্ট অনুষ্ঠান সম্পন্ন হয়। সোমবার অমরাবতীতে হিন্দু মতে বিয়ে সেরেছেন যুগল। ঠিক হয়েছে, ফ্রান্সে ফিরে গিয়ে আবার খ্রিস্টান মতে বিয়ে সারবেন তাঁরা। এদিকে ভিনদেশি যুবতীকে বিয়ে করার খবর চাউর হওয়ার পর গৌরবের বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা। এলাকার ছেলের সঙ্গে ফ্রেঞ্চ মেয়ের বিয়েতে তাঁরা সবাই খুশি।

[X]